টাকা পয়সা
---------------------------------
-------শিব পদ রায়
টাকা থাকলে মন ভালো থাকে
দুশ্চিন্তা প্রশমিত,
তব হাতে যদি না থাকে অর্থ
বুদ্ধি বল বিরত।
টঙ্কায় অহংকার বেড়ে যায়
শুধু সমালোচনা,
দৌরাত্ম বাড়াবাড়ি ঢের বাড়ে
কেউ ভালো বলে না।
আবার টাকাকড়ি না থাকলে
সম্মান হানি হয়,
জীবনের কোন দাম থাকে না
স্বভাব বদলায়।
পয়সাকড়ি হাতে না থাকলে
ভালবাসা পালায়,
আপনজন হয়ে যায় পর
সবই ভুলে যায়।
সময়মত হও মিতব্যয়ী
অর্থ করো সংগ্রহ,
প্রয়োজন অধিক ব্যয় নয়
সমাধা অনুগ্রহ।
তাং- ২৩/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।