তাজা তাজা তরকারি
-----------------------------------
--------শিব পদ রায়
বাজারে তাজা তাজা তরকারি
কি নয়নাভিরাম,
খেতে লাগে ভীষণ ভালো জানি
দরকারি আরাম।

কোন সব্জিতে কি মাছের ঝোল
মাথা খাটিয়ে করো,
খাবার সময় লাগবে ভালো
চাইবে দাও আরো।

ঘরণী হয়গো হাতযশস্বী
তথাপি কথা নাই,
কোনটার সাথে কি মিশ খাবে
ভীষণ মজা পাই।

বিচিত্র রকম শাকসবজি
ভিন্ন রুচি বাড়ায়,
রোগবালাই দূর হয়ে যায়
শরীর সুস্থ হয়।

   তাং- ১৮/১২/২৪ ইং