স্বামীজী
------------------------------------
-------শিব পদ রায়
স্বামী বিবেকানন্দ এক মহাপুরুষ,
যিনি মানবমুক্তির দর্শন বিশ্বাস।
যার পদচারণায় উজ্জীবিত মোরা,
সনাতন ধর্ম অনন্য উচ্চতায় সেরা।

স্বামীজীর মত পথ নীতি নৈতিকতা,
মোরা শিখেছি মহান মহানুভবতা।
অজ্ঞ মুর্খ এদের সেবা পরম ধর্ম,
বিবেকানন্দের অমিয় বানী সারমর্ম।

আমেরিকার শিকাগো ধর্ম মহাসভা,
পরমতসহিষ্ণুতা বার্তায় বাহবা।
হিন্দু ধর্মে সর্ববিধ মত স্বীকৃতি শিক্ষা,
সব ধর্ম সত্য বিবেকানন্দের ব্যাখ্যা।

বিভিন্ন নদীর উৎস সমুদ্র যেমন,
রুচি বৈচিত্র‍্যে নানাপথ ঈশ্বরে সমান।
সভায় ধন্য ধন্য পড়ে গেল তাঁর প্রতি,
মুগ্ধ বিশ্ব হিন্দুধর্মে বাড়ল সম্প্রীতি।

      তাং-১৩/০১/২৫ ইং