স্বাধীনতার মাস
-------------------------------------
--------শিব পদ রায়
ছাব্বিশ মার্চ উনিশ শত একাত্তর,
স্বাধীনতা লাভ করি দেশ মার্তৃকার।
এক সাগর রক্তের বিনিময়ে যারা,
ভুলবো না বীর সন্তানে জীবনে মোরা।

দেখালে পথ কিভাবে মুক্তি পেতে হয়,
তোমাদের মহান ত্যাগ ভোলার নয়।
বাঙালি বীরের জাতি বীরদর্পে যুদ্ধ,
প্রাণপণে পাক-হানাদারের বিরুদ্ধ।

নির্মম হত্যা চালায় বর্বর বাহিনী,
দুই লক্ষ মা বোন করে ইজ্জত হানি।
ত্রিশ লক্ষ শহিদের  রক্তের বদলে,
এদেশের স্বাধীনতা তোমরা আনলে।

চলেছে রক্তক্ষয়ী সংগ্রাম নয় মাস,
পাকিস্তানি বাহিনী পরাজয়ে আভাস।
পাকিস্তান আত্মসমর্পণে রাজী পিছে,
বাংলাদেশ  ভারতীয় বাহিনীর কাছে।

       তাং-১৭/০৩/২৫ ইং