স্বাধীনতা তুমি
------------------------------------
----------শিব পদ রায়
হে স্বাধীনতা তুমি আমার অহংকার,
প্রাণ ঝরে গেল লক্ষ লক্ষ জনতার।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে,
অর্জিত হলো সার্বভৌম রাষ্ট্র সংগ্রামে।

স্বাধীনতা আমার প্রাণের আকুলতা,
মোরা পেয়েছি উন্মুক্ত জন্মভূমি বার্তা।
তব আগমনে হয়েছি ধন্য অনন্য,
চিরন্তন শাশ্বত সুন্দর অগ্রগন্য।

বাঙালি জাতিকে দিয়েছ সাহস তীব্র,
যুগিয়েছ চির অনন্ত প্রশান্তি শুভ্র।
তব বুকে জন্ম মোর গর্বে ভরে উঠি,
মায়ের কোলে শুয়ে বাংলায় লিখি চিঠি।

তুমি অনন্ত প্রেম জাগ্রত স্বাধিকার,
আঘাত দিলে পাবে জবাব দুর্নিবার।
দেশপ্রেম স্বকীয়তা হবে না বিনষ্ট,
স্বাধীনতা মানমর্যাদা সবারি শ্রেষ্ঠ।

      তাং-২৬/০৩/২৫ ইং