সূত্রপাত
---------------------------------
--------শিব পদ রায়
সূত্রপাতের পূর্বশর্ত হলো সতর্ক,
সজাগ থাকতে পারলে নয় বিতর্ক।
প্রাথমিক লক্ষনে প্রাথমিক চিকিৎসা,
তাতে পাওয়া যাবে অনেকটা ভরসা।
সাবধানে মার নেই কথা মিথ্যা নয়,
হুশ আর সতর্কতা জীবন বাঁচায়।
বিপদ আসলে পরে মনে সাড়া দেয়,
বিবেক বুদ্ধি কাজে লাগানো শোভা পায়।
শুভকাজে যেতে গেলে যদি বাঁধা পড়ে,
বিলক্ষন দেখা দিলে যাত্রা নাহি করে।
হিসাব নিকাশ করেই চলতে হবে,
অবশিষ্ট ঈশ্বরের বিধান মানিবে।
ধর্ম কর্ম করতে হবে শাস্ত্রীয় মতে,
সুপথে চলা উচিত নিয়মনীতিতে।
সদ্ভাব আর সুসম্পর্ক রাখতে হবে,
বিপদের আশঙ্কাই এড়ানো সম্ভবে।
তাং- ২৫/০৪/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।