সূর্য সন্তান
--------------------------
----------শিব পদ রায়
সূর্যসন্তান যারা তাদের শুধু বলি,
যাদের আত্মত্যাগে জানাই শ্রদ্ধাঞ্জলি।
এঁরা হলো  জাতির গর্ব রবে অমর,
চিরকাল জাতি দিবে প্রাপ্ত পুরষ্কার।

এনেছো রাঙা প্রভাত সবুজের বুকে,
স্বাধীনতার বাতাস বহে চারদিকে ।
আজিকে গাইছি গান মহাসমারোহে,
উন্মুক্ত বিহঙ্গের মতো সুরভি আবহে।

চিরজাগরিত চিরস্মরণীয় হবে,
চির অম্লান চিরমহিয়ানই রবে।
তোমাদেরই কথা কখনো ভুলবে না,
শহীদ মিনারে পুষ্পে জানাবে বেদনা।

সূর্য সন্তান সর্বমনে অনুপ্রাণিত,
তব আদর্শ অনুসরণে জাতি প্রীত।
তোমরা বেঁচে থাকো স্বাধীন সত্বা নিয়ে,
বাংলাদেশ বিশ্বমান চিত্রে রবে চেয়ে।
     তাং- ০৪/০৩/২৪ ইং
    গাজীখালী,মোংলা, বাগেরহাট।