সুন্দরবন
----------------------------
--------শিব পদ রায়
সুন্দরবন প্রাকৃতিক ঐশ্বর্যভূমি,
সীমাহীন সৌন্দর্যের চারণভূমি।
বনে আছে রয়েল বেঙ্গল টাইগার,
পৃথিবীর বিখ্যাত তুলনা নাই তার।
দেখি মায়ামুগ্ধকর হরিণের দল,
যারা ঝাঁকে ঝাঁকে ঘোরে অবিকল।
দৃশ্যত বানর বুনোশুকর শেয়াল,
কিচিরমিচির পাখিদের কোলাহল ।
সুন্দরী গেওয়া গরান বৃক্ষের সারি ,
রূপ লাবণ্যে খচিত সুদূর প্রসারি।
মন ভুলে যায় সবুজ শ্যামল দৃশ্যে,
আবার আসিব ফিরে প্রাণের আবেশে।
যতই আসা যায় খোরাক না পুরায়,
অন্তরে আশাব্যঞ্জক তৃপ্তি পুনরায়।
সুন্দরবন মন প্রকৃতি ভাবনায়,
স্মৃতির নীড়ে রব নির্জন নিরালায়।
তাং- ১৭/০১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।