সুনাম
-------------------------------------
--------শিব পদ রায়
সুনাম কিনতে ঘুষ লাগে না
অতি বাস্তব কথা,
কাজের প্রতি একাগ্রতা বেশি
প্রকাশিত সত্যতা।

যোগ্যতা আছেতো অর্জন হবে
লক্ষ্যস্থলে পৌছাবে,
দায়িত্বের প্রতি সচেতন যে
প্রাপ্তি তার ঘটবে।

শুদ্ধ কর্মের হয় সুবিচার
হাতে নাতে প্রমান,
ধর্মের ঢোল বাতাসেই নড়ে
আস্থা হয় অর্জন।

ভালো হতে পয়সা লাগে নারে
কর্তব্য ধায় পিছে,
সারাক্ষণ মানুষ মনে রাখে
হৃদয়ে বেঁচে থাকে।

   তাং-১৫/০১/২৫ ইং