সুকৃতি
---------------------------------
-----শিব পদ রায়
মানবজনমে সুকৃতির আশা করে,
পৃথিবীতে কিছু রেখে যেতে হবে মরে।
অনেক ভালো কাজ করার আছে ভবে,
পালাক্রমে নিত্যকর্ম করে যেতে হবে।
শুদ্ধাচার নীতি নৈতিকতা থাকলে পরে,
মন জয় করার আকাঙ্খা আসে করে।
সবার মনে অবস্থানে নি:স্বার্থ হবে,
পরষ্পরের হৃদ বিনিময়ে থাকবে।
প্রকৃতিগত পক্ষীকূলের পাশে রবে,
অভয়ারণ্য সৃষ্টিতে সাহায্য করবে।
অসহায়দের সহযোগিতা বাড়াবে,
আর্তপীড়িতদের সান্নিধ্যে সদা রবে।
হত দরিদ্রের জন্য নিবেদিত থাকা,
বৃদ্ধ বয়স্ক যারা তাদের পাশে রাখা।
অসচ্ছল শিক্ষার্থীর জ্ঞান অন্বেষণে,
বিলাবে জ্ঞানালো সুকৃতি আসবে ক্ষণে।
তাং-২২/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া,খুলনা।