সুখের জন্য
-----------------------------
-------শিব পদ রায়
মানুষ সুখের জন্য সবকিছু করে,
আমোদ আহ্লাদই মানবের ভিতরে।
স্বামী স্ত্রী পুত্র কন্যা আরোও পরিজন,
সুখ দু:খ ভাগাভাগি মিটাই প্রয়োজন।

সংসারে সবে মিলি গড়ি আনন্দমেলা,
স্নিগ্ধ সুন্দর আয়োজনে  করবো খেলা।
কথার মূল্যায়নে রাখবো অভিমত,
সব কাজে থাকবে সবার সহমত।

পৃথিবীর সৌন্দর্য উপভোগে আইনু,
জন্ম স্বার্থক হউক প্রকৃতিকে চাইনু।
আচার ব্যবহার উদার আহবান,
সবার জীবন স্বার্থক হোক সমান।
         তাং- ০৮/০৬/২৪ ইং
      চুকনগর,ডুমুরিয়া, খুলনা।