সুদক্ষ নেতৃত্ব
-----------------------------------
--------শিব পদ রায়
একটি পরিকল্পনা সম্পন্ন
দক্ষ নেতৃত্বে হয়,
জনৈক সঠিক পরিচালক
অভিলক্ষ্যে পৌঁছায়।

যতবার প্লান নেওয়া হোক
না হয় সুচিন্তিত,
আসল কাজ থেকে দূরে রবে
হবে তুমি বঞ্চিত।

অধিক সন্ন্যাসী গাঁজন নষ্ট
দেবে না সমাধান,
অর্থ অপচয় লক্ষ্য বিভ্রাট
অনিষ্টের কারণ।

জীবন চলার পথে পাথেয়
যোগ্য নেতৃত্ব দান,
যার সকাশে আদিষ্ট হয়েই
চলবো আজীবন।

      তাং- ১৮/০৭/২৪ ইং