সাবক্লাস্টার প্রশিক্ষণ
-----------------------------------
-------শিব পদ রায়
শিক্ষক মোরা সাবক্লাস্টার প্রশিক্ষণে,
সাবলীল বাংলা পঠন দক্ষতা উন্নয়নে।
স্বরবর্ণ ব্যাঞ্জণবর্ণের উচ্চারণ,
সঠিক ভাবে শেখা বিশেষ প্রয়োজন।
ঠিক আকৃতিতে বর্ণ লেখার অভ্যাস,
সবাইকে করতে হবে অর্জনে বিশ্বাস।
কারচিহ্ন য-ফলা র-ফলা শুদ্ধ নিয়মে,
পড়া শেখা হবে আন্তরিকতায় ক্রমে।
শিক্ষকের জন্য জরুরী এ প্রশিক্ষণ,
শেখার বয়স নাই শিখি সারাক্ষণ।
অপরের শিশু ভাববো নিজ সন্তান,
এভাবেই শিক্ষা দেবো সেই আকিঞ্চন।
আদর্শ পাঠ বড় চমৎকার দিতে হবে,
শিক্ষার্থী ভুলবে নাগো স্মরণ করবে।
উপকরণ টিজিতে শ্রেণি পাঠদান,
সমচোখে দেখলে সঠিক মূল্যায়ন।
তাং-২২/০১/২৫ ইং