স্তব্ধ নিশীথ
-----------------------
------শিব পদ রায়
স্তব্ধ নিশীথে চুপিসারে কত কি হচ্ছে
এই পরিসংখ্যানের হিসাব কে রাখে?
সারাক্ষণ আলিঙ্গন সিদ্ধান্ত গ্রহণ
বাস্তবতার প্রতিফলন ভিন্ন দেখে।
আর কতদিন চলবে এ অনিয়ম
আরো কত দর্শনীয় ইহা কিন্তু উহা,
এক অবয়বের মানুষের আচার
যেন কি আপন বাস্তবটা উল্টো আহা!
একত্রে পদচারণা এক বিছানায়
শুরুটা নিত্যসুন্দর প্রাপ্তি বিরূপ,
ভাবতেই অবাক এ কেমন আদিষ্ট
ফুটে ওঠে চেহারার আসল স্বরূপ।
বহিরাঙ্গ ফিটফাট নাদুসনুদুস
সাক্ষাতে দেবীলক্ষ্মী কি যে অপরূপা,
কর্তব্যকর্মে ব্যবহারে অসামঞ্জস্য
স্তব্ধ নিশীথে তাইতো দেখি বহুরূপা।
তাং- ১৯/১২/২৩ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।