স্মৃতি ছবি
--------------------------------
-----------শিব পদ রায়
ছবি মানস্পটে ভেসে ওঠে
       অতীত দিনের স্মৃতি,
যুগ যুগ স্বাক্ষ্য বহিবারে
         সুখ দু:খ পরিনতি।

যে ব্যথা হৃদয়ে অবস্থান
         যাবে নাতো ভোলা কভূ,
স্মৃতি শুধু খায় খুঁড়ে খুঁড়ে
              উঁকি দেয় মনে তবু।

ভুলি ভুলি পারি না ভুলিতে
             বাড়ে হৃদয় যন্ত্রণা,
যতবার চাই অব্যহতি
             কোথা পাইনি সান্ত্বনা।

ছবি হাসায় ছবি কাঁদায়
             জীবন হয় না শেষ,
স্মৃতির পাতায় আজো কাঁদে
             বেঁচে থাকা অবশেষ।
            তাং- ১৬/০৫/২৪ ইং
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।