শ্রীমদভগবদগীতা
----------------------------------
-------শিব পদ রায়
গীতার নাম শ্রীমদভগবদগীতা,
মহাভারত ভীষ্মপর্বের একাংশতা।
আঠারো অধ্যায়ের এক ধর্মীয় গ্রন্থ,
কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী বিবৃত।
বিপক্ষে আত্মীয় স্বজনের অবস্থান,
যুদ্ধ করতে চাইলেন নাতো অর্জুন।
ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান,
সব দুর্বলতা পরিহারে আহবান ।
গীতায় নিষ্কাম কর্মের অবতারণা,
আত্মার অমরত্বের কথার বর্ননা।
অন্যায়ের বিরুদ্ধে সদা লড়তে হবে,
শ্রদ্ধাবান ও সংযমীরা জ্ঞান লভিবে।
সর্ব শাস্ত্রের সার হলো পবিত্র গীতা,
প্রত্যহ অধ্যয়ন করা আবশ্যকতা।
ধর্ম দর্শন নৈতিকতা শ্রদ্ধা ও ভক্তি,
ভগবানে সমর্পন করো পাবে মুক্তি।
যা পূর্বে হয়েছে বর্তমানে হচ্ছে ভালো,
ভবিষ্য যা হবে সেটাও সফল আলো।
কি হারালে কাঁদছো,কি এনেছো হারালে,
তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট অনলে।
যেগুলো নিয়েছো এখান থেকে নিয়েছো,
যেটা দিয়েছো এখানেই তুমি দিয়েছো।
যা আছে কাল অন্যের পরশু আরেক,
বদল সংসার নিয়ম পরিপূরক।
তাং- ০৭/১০/২৪ ইং
চুকনগর ডুমুরিয়া, খুলনা।