শ্রীধাম ওড়াকান্দি
-----------------------------
-------শিব পদ রায়
শ্রীধাম ওড়াকান্দি মোরা হরিআমোদী
পবিত্র এ তীর্থস্থান,
হরিবল বলিয়ে ভক্তধূলা মাখিয়ে
করবো পূণ্যস্নান।
হরিচাঁদের ধাম পূরাও মনষ্কাম
তোমার আরাধনা,
হরির সংকীর্তনে ডুবিও মনেপ্রাণে
ভক্ত করে সাধনা।
ধ্যান জ্ঞান মননে ঠাকুরের সন্ধানে
অমৃত যেন পাই,
না করি অবহেলা ডাকতে পারি দুবেলা
চরণে দিও ঠাঁই।
ঝাঁঝ ডাংকা বাজনে লুটায় ব্রজাঙ্গনে
পদধূলার আশে,
সবারে করি নম: কাটুক মতিভ্রম
সাধুসঙ্গ সুবাসে।
তাং- ০৫/০৪/২৪ ইং
কুলবাড়িয়া,ডুমুরিয়া, খুলনা।