সংসার জীবন
------------------------------
----------শিব পদ রায়
নারী পুরুষের সমন্বয়ে সংসার,
উভয়ের মিলিত মতামতই সার।
দুজনের মধ্যে রবে মধুর সম্পর্ক,
ভালো মন্দের মাঝে থাকবে না বিতর্ক।
হবে মতানৈক্য জীবন চলার পথে,
সেটা সামলাবে তবে স্থির বুদ্ধিমতে।
দুপক্ষের ধৈর্য্যধারণ অত্যন্ত জরুরী,
হারজিত ভাগাভাগি করা দরকারী।
সংসার সুখের হয় রমণীর গুণে,
অন্তরের গভীর প্রদেশ নাও জেনে।
নারীত্বে সম্মান দিতে হবে মর্যাদায়,
দুজনে কথার গুরুত্ব সম মনায়।
ত্যাগে সুখ সেটি মোকাবেলা প্রয়োজন,
হট্টগোলে নয় সমাধা ধৈর্য্যধারন।
উত্তপ্ত কোন পর্যায়ে কিছুক্ষণ থামি,
সংসার স্বাচ্ছন্দ হতে ভাবি দিবাযামী।
তাং- ১৩/০২/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।