সনাতন ধর্ম
-------------------------------------
--------শিব পদ রায়
সনাতন শব্দার্থ চিরন্তন শাশ্বত,
নিত্য চিরস্থায়ী চির বর্তমান সত্য।
যা সব সময় ছিল আছে ও থাকবে,
যার প্রবর্তকই স্বয়ং ঈশ্বর যবে।

আসল বৈশিষ্ট্য হলো ধর্ম সনাতন,
ঈশ্বরে আস্থা আত্মমুক্তি জগৎ কল্যান।
জ্ঞানীর ঈশ্বর ব্রহ্ম যোগী পরমাত্মা,
ভক্তের নিকট ভগবান জানো বার্তা।

বীর্য ঐশ্বর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য,
ষড় গুণে ভগবান সবার সৌভাগ্য।
তিনি সাকার আবার নিরাকার দুই,
যেইভাবে ভজনা করি সেভাবে পাই।

তিনি শুধু পুরুষ আর সব প্রকৃতি,
আলাদা তার সৃজনীশক্তি বা স্ত্রীশক্তি।
পুরুষাবতার ইচ্ছা, জ্ঞান, ক্রিয়াশক্তি,
সত্ত্ব বিষ্ণু রজ ব্রহ্মা তম শিব শক্তি।

মন্বন্তরাবতার চৌদ্দটি কথা বলি,
যুগাবতার সত্য ত্রেতা দ্বাপর কলি।
লীলা অবতার দশটি দেখতে পাই,
শক্ত্যাবেশ অবতার ষোলোটা জানাই।

   তাং- ২৮/১০/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।