স্মৃতিচারণ
-------------------------------------
-------শিব পদ রায়
মনে উঁকি দেয় কত না স্মৃতি
আগের ছবিগুলো,
হতো আনন্দ বা বিষাদে ভরা
আঁধার নয় আলো।

ফেলে এসেছি সেই স্বর্ণদিন
যা ফিরে আসবে না,
জীবন সায়াহ্নে তা চর্বিত চর্বণে
হয় অনুশোচনা।

গ্রামে চলতো যাত্রা কবিগান,
কীর্তন রামায়ণ,
বহুলাংশে পেয়েছে হ্রাস বটে
করি স্মৃতিচারণ।

অবাধে খেলাধূলা পিকনিক
কত যে নিত্যানন্দ,
এখন মানুষ হারাচ্ছে সব
কমছে গান ছন্দ।

গুরুত্বপূর্ণ সব কথাবার্তা
সুষ্ঠু নয় বর্ণন,
ব্যস্ত সকলে নেট দুনিয়ায়
নয় কালক্ষেপণ।

      তাং-০৭/০৩/২৫ ইং