শ্লোগান
--------------------------------
-------শিব পদ রায়
শ্লোগানে মুখরিত চারদিকে
নেতা নেতৃত্ব দানে,
নেমেছে জন কল্যানের জন্যে
ভোটের কারণে।
সর্বদিকে প্রার্থীর জয়াকার
জিতে যাবে আবার,
একপ্রান্ত থেকে অপর প্রান্তে
ভাষণ বারেবার।
নির্বাচিত হওয়ার পরেই
ঠিক থাকে না কথা,
কেউ কথা রাখে কেহ রাখে না
এমনিতো বারতা।
শ্লোগান আর কর্ম এক নয়
জনপ্রিয়তা কাজে,
কথা রাখায় বারবার হয়
মানুষেরই মাঝে।
তাং- ২৪/০৬/২৪ ইং
শিরোমণি, খুলনা।