শুভ জন্মদিন
------------------------------------
---------শিব পদ রায়
আঠারো জানুয়ারি জন্মদিন আমার,
সাদর আমন্ত্রন জানাই আমি সবার।
বছর ঘুরে সকলের এ দিন আসে,
নরাধম পড়ে আছি সরল বিশ্বাসে।

ফেসবুকের বন্ধুদের জানাই শ্রদ্ধা,
সবার ভালবাসায় থাকি যেন বাঁধা।
সকলের আশির্বাদ পরম পাথেয়,
পদধূলি কাম্য মোর মায়া মমতায়।

জন্মদিনের উপহার প্রীতি শুভেচ্ছা,
স্বাগ্রহে গ্রহণ করবেন সেই ইচ্ছা।
এ দিনে সব মানুষের সুখ কামনা,
সৌহার্দ্য সম্প্রীতি বাতাবরণ ভাবনা।

সবাই মিলে একাকার হোক জীবনে,
অনাবিল আনন্দে ভরে উঠুক ভূবনে।
জন্মতিথি শুভ হবে ঈশ্বরে প্রার্থনা,
সর্বজনে মঙ্গল হউক সেই সান্ত্বনা।

   তাং- ১৮/০১/২৫ ইং