শুভবিবাহ বার্ষিকী
---------------------------------------
--------শিব পদ রায়
আজ আমাদের শুভবিবাহ বার্ষিকী,
ছত্রিশ বছর পার দুজনেই থাকি।
একে অপরের সুখেদুঃখে মোরা আছি,
ঈশ্বরের কৃপা প্রার্থী থাকি কাছাকাছি।
সুস্থ সুন্দর ভাবে কাটে বাকি জীবন,
সবার সাথে মিলেমিশে চলি সমান।
কারো সাথে না হয় প্রীতি বিনষ্ট,
কৃষ্ণ প্রেমে চলতে পারি হই আকৃষ্ট।
দুজনের পথচলা হয় সমন্বয়,
কারোর প্রতি বিদ্বেষ কদাচিৎ না হয়।
সাবলীল জীবন হউক প্রবাহিত,
সবার নিকট আশীষ কাম্য সতত।
অদ্য দিনে সকলের কাছে কামনা,
ঠাকুর যেন কৃপা করে সেই বাসনা।
বিবাহবার্ষিকী দীর্ঘায়ু হোক চাই নিত্য,
জনম জনম জেগে উঠুক ভ্রাতৃত্ব।
তাং- ১২/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।