পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহাবারুণী তিথি
-------------------------------------------
----------শিব পদ রায়
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ওড়াকান্দি,
বারুণীতে পূন্য অর্জনে স্নান কার্যাদি।
দুই শত এগার তম জন্মজয়ন্তী,
লক্ষ লক্ষ ভক্ত সমাগমে পূর্ণ তিথি।
জলে ডুব দিয়ে যার যা কামনা বাসনা,
পূর্ণব্রহ্ম হরিচাঁদ পূরে সে কামনা।
সম্পূর্ণ বিশ্বাসে আসে লক্ষ লক্ষ ভক্ত,
পরষ্পরে কোলাকুলি হয় প্রেমাসক্ত।
নরনারী ঐক্যতানে ঝাঝডঙ্কা নিয়ে,
তালে তালে মুখরিত লাইনে দাঁড়িয়ে।
হরিবোলে মেতে যায় ঠাকুরের গানে,
মাটিতে দেয় গড়াগড়ি মায়ার টানে।
পদধূলি মাথায় নিয়ে চলে পূন্যার্থী,
পাপ গ্লানি দূরে যায় করে মাতামাতি।
হরি সংকীর্তনে কেঁদেই ভাসায় বুক,
পুনর্জন্মে মতুয়া হয়ে প্রাপ্তিতে সুখ।
তাং-২৮/০৩/২৫ ইং