সোনার হরিণ চাই
------------------------------
-------শিব পদ রায়
নিজের কোলের ভাগটা বড়
বেশিরভাগ চায়,
নি:স্বার্থ কেউ নাইতো ধরায়
মানুষ চেনা দায়।
নিজেকে নিয়েই ব্যস্ত সবাই
দায়িত্বে অবহেলা,
পাওনার বেলায় দৌড়াদৌড়ি
সবার আগে ডালা।
কাজের সময় যায় না দেখা
প্রাপ্তিটা সর্ব আগে,
ভবিষ্যৎ এদের খুব খারাপ
বুঝবে শেষ ভাগে।
কর্ম করেই সোনার হরিণ
সহজলভ্য বটে,
সে প্রাপ্তির পরিপূর্ণ আনন্দ
লেখা হয় ললাটে।
তাং- ১৩/১২/২৪ ইং