শীতকাল
-------------------------
-------শিব পদ রায়
পৌষ মাঘ দুই মাস মিলে শীতকাল,
প্রচন্ড শৈত্যেই জনজীবন অচল।
নাতিশীতোষ্ণই অত্যাধিক মনোরম,
পিঠা পায়েসের ধুম আয়েশ আরাম।

পাটিসাপটা পিঠাপুলির আয়োজন,
এ মনকে করে মোদের মনোরঞ্জন।
আমরাতো প্রায় সবকিছু যাই ভুলি,
খেঁজুর রসের ভিজানো পিঠা পুলি।

কনকনে শীতেই কাঁপুনি শুরু হয়,
মানায় না তীব্র শীত লেপকাঁথায়।
যদি থাকে মৃদু তাপ বাতাস প্রবাহ,
তবে জীবন ধারণ হয় দুর্বিসহ।

গ্রীষ্মের দর্শন শীতের প্রত্যাগমণ,
দুটোই পীড়াদায়ক জাগে শিহরণ।
অতিরিক্ত গরম আরও ভয়াবহ,
সব মিলে শীতকাল দূর করে দাহ।
               তাং- ২৩/১২/২৩ ইং
            চুকনগর,  ডুমুরিয়া, খুলনা।