শীতের হাতছানি
--------------------------------
--------শিব পদ রায়
হেমন্ত পেরিয়ে শীতেরও হাতছানি,
খেঁজুর গাছের রসে জিহবায় পানি।
গাছি পাল্লা দিয়ে গাছ কাটে শীতকালে,
রসের পিঠায় মন ভরে সবে মিলে।
রকমারি পিঠার আয়োজন চৌদিকে,
প্রতিযোগিতার হাট বসে দিকে দিকে।
শীতের পরশে দেহে ঠান্ডা অনুভূতি,
শীতবস্ত্র পরিধান করে অব্যাহতি।
নাতিশীতোষ্ণ কাল ভালো সবার জন্য,
চলা ফেরায় খুব মজা অতি অনন্য
মনের ইচ্ছায় ঘোরাঘুরি চমৎকার,
অনাবিল আনন্দে নাচে মন সবার।
শীতের আমেজ হৃদয়ে আঁকে যে ছবি,
আনন্দ মুখর হয় নিত্য প্রতিচ্ছবি।
এমন সুন্দর অনুভূতি মিলবে না,
আসছে শীত সে বারতা রাখো ভাবনা।
তাং- ১০/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।
`