শীতের দাপট
-----------------------------------
-------শিব পদ রায়
কনকনে শীতের দাপটেই
দিশেহারা সকলে,
থরথর করে কাঁপছে আরো
নিবারিবে অনলে।
প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে
বিপর্যস্থ জীবন,
কুয়াশায় দেখা যায় না ভালো
ঠান্ডায় ঠনঠন।
ওরা গরীব দুবেলা জোটে না
বস্ত্র নাই পরনে,
মরার উপরেই খাড়ার ঘা
শৈত্যেরই কারণে।
যার নাই কেহ আছে ঈশ্বর
চলো তারই নামে,
দেখার যিনি দেখছেন তিনি
রক্ষিত ধরাধামে।
তাং-২৫/০১/২৫ ইং