শিশুর সুপ্ত প্রতিভা
--------------------------------
-------শিব পদ রায়
শিশুর ভিতর লুকিয়ে আছে
সদা সুপ্ত প্রতিভা,
তাদের অন্তরে জাগ্রত করো
রাঙো রঙ্গিন আভা।

সুপথে চালাতে সাহায্য করো
জীবনটা গড়তে,
সঠিক সময়ে সুপরামর্শ
উদ্যত চেতনাতে।

কত উদ্ভাবন অন্তর্নিহিত
সময় বলে দেবে,
নিয়ত শুদ্ধ চিন্তা সুভাবনা
সম্ভাবনা জোগাবে।

অদ্য শিশু আগামীর ভবিষ্যৎ
নিরন্তর কামনা,
তারাই হবে দেশের কান্ডারী
সাত্ত্বিক নিদর্শনা।

     তাং- ২৭/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।