শিশুকাল
--------------------------------
-------শিব পদ রায়
ভূমিষ্ট হয়ে শিশু দোলে মায়ের ক্রোড়ে,
দুগ্ধ পানে বড় হয় যেন ধীরে ধীরে।
মাতৃসনে যত্ন পায় সারাক্ষণ ধরে,
আলো বাতাস ক্রমে দেখে ধরা পরে।
আদরেতে হয় বড় সংসার সাগরে,
মা বাবার ইচ্ছা পূর্ণ মনুষ্যত্বে করে।
শিশুর পিতা ঘুমিয়ে শিশু অভ্যন্তরে,
আগামীর ভবিষ্যৎ কর্তব্য অভিসারে।
শিশু কালে থাকে সে অতি নিষ্পাপ মন,
ঈশ্বরের কৃপা বর্ষে সবার আপন।
নিজ ভূবন গড়ে সে স্বীয় মহিমায়,
ভালবাসা স্নেহ প্রীতি আপনিতে পায়।
এমন কাল খুঁজে পাওয়া বড়ই কঠিন,
কদাচিৎ ফিরে আসবে নাতো এই দিন।
পুত:পবিত্র নম্র বিনয়ী আচরণ,
একাল থাকুক সারাজনম চিরন্তন।
তাং- ২৬/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।