শিশু বরণ
-------------------------
---------শিব পদ রায়
শিশু বরণ মনোজাগতিক ব্যাপার,    
মানস্পটে রেখাপাত করে বারংবার।
প্রত্যেকে মানুষ হবে তার অঙ্গীকার,
ভিত শক্ত করতে জ্ঞানালো দরকার।

মনের মতো গড়ে তোলাই অধিকার,    
গার্জিয়ান শিক্ষকের দায়িত্ব সবার।
শিশুই অক্ষর জ্ঞানে পারদর্শী  হবে,
স্বাধিকারে রস্বাদনে গড়েই উঠবে।

শিশুদের মন জয়ে আপন ভূবনে,
মিশে যেতে হবে তার অনন্য চিন্তনে।
অন্তর মধ্যে চেতনার বিকাশ সাধন,
লক্ষ্য অর্জনেই অগ্রগতি প্রয়োজন।

শৈশব থেকেই যেদিকে মনে ধায়,
সেদিকে গড়ো বৈষয়িক সাফলতায়।
একাগ্র বিবেকপ্রসূত উদ্দীপনায়,
শিশু পৌঁছাবে তার গন্তব্য ঠিকানায়।
    তাং- ৩১/০১/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।