শিল্পীর গান
------------------------------
--------শিব পদ রায়
শিল্পীর গান মানুষকে জাগ্রত করে,
মনকে নেয় অনন্য উচ্চতায় ধরে।
মানুষকে দেয় চেতনা হৃদয় মাঝে,
অনুপ্রেরণায় উদ্ভাসিত নিজ কাজে।
সুপথে করে চালিত সুর ভঙ্গিমায়,
অন্তর মম বিকশিত ছন্দ মহিমায়।
সুর সম্রাজ্ঞীর করেতো অনুসরণ,
কোটি কোটি মানুষ করছে তাঁরি ধ্যান।
সুললিত সুর বিহনে দ্যোতনার সৃষ্টি হয়,
আবেগ উদ্বেলিত মন হারিয়ে যায়।
বাঁশির সুরে যেমন হয়ে যায় পাগল,
সুরের মূর্ছনায় তাই তো চলে তাল।
শিল্পী মানুষকে কাঁদায় হাসায় বটে,
গানের মাধ্যমেই পরিবর্তন ঘটে।
যুগে যুগেই শিল্পীর অমরত্ব আনে,
হৃদয় জুড়িয়ে তাই ভক্ত মত্ত গানে।
তাং- ১৮/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।