শিক্ষার্থীরা
--------------------------------
--------শিব পদ রায়
মোদের প্রানপ্রিয় শিক্ষার্থীরা
মেধাবী ছাত্র প্রান,
লেখাপড়ায় মানুষ হলেই
স্বার্থক শিক্ষকগন।

শিক্ষকের আন্তরিকতা হলো
শিক্ষার মূলমন্ত্র,
শিখন দূর্বলতা চিহ্নিত করে
শেখাই দিবারাত্র।

শিক্ষক হলেন সবার শ্রেষ্ঠ
শিখন কারিগর,
খেলতে খেলতে শিখবে শিশু
ভীষণ মজাদার।

শিক্ষক যাদু কারুকার্যে মধু
জাগাবে ছাত্রপ্রাণ,
শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত পঠনে
উন্নয়ন সাধন।

তাং- ২৭/১১/২৪ ইং