শিক্ষকের মর্যাদা
----------------------------------
-------শিব পদ রায়
শিক্ষকের মর্যাদা হবে অতুলনীয়,
যেখান থেকে জাতির হবে শিক্ষনীয়।
শিক্ষক ছাত্রের সম্পর্ক হবে মধুর,
আনন্দে শিখবে শিশু নীতি সদাচার।

শিক্ষাগুরু মানুষ গড়ার কারিগর,
আদর্শ অনুসরণ করে বরাবর।
উপযুক্ত মনুষ্যত্ব লাভ করে ছাত্র,
দেশেরই কল্যান করবে দিবারাত্র।

শিক্ষক অভিভাবক সনে যোগাযোগ,
শিক্ষার্থী উন্নতি দ্রুত সফল প্রয়োগ।
বিদ্যা বিনয় দান করে যত বিলাবে,
জ্ঞানার্জন বেড়ে যাবে নিত্য অনুভবে।

শিক্ষকের সান্নিধ্য লাভে হবো তৎপর,
সারাক্ষন অনুগত থাকি বারবার।
মনোকষ্ট না দেই যেন কভূ গুরু সনে,
আশির্বাদ শিরোধার্য মর্যাদা আসনে।

      তাং- ২১/০৮/২৪ ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।