শিক্ষক
----------------------------
-------শিব পদ রায়
শিক্ষক হলো পথ প্রদর্শক
মানুষ গড়ে তোলে,
তার হাতে নৈতিক শিক্ষা পায়
গর্বে বুকটা ফোলে।
প্রগতিশীল ছাত্রসমাজের
তিনি যে কর্ণধর,
ধৈর্য্য, ত্যাগ, সাহস অনুভূতি
সবই দরকার।
সদাচরণ সদালাপী হয়
শিক্ষা নেয় শিক্ষার্থী,
সকলেই করে অনুসরণ
বাড়ে দক্ষতা দৃষ্টি।
সহনশীলতা সম্প্রীতি শেখে
সকল ছাত্রগন,
লেখাপড়া শিখে মানুষ হয়
গড়ে এই ভুবন।
তাং- ০২/০৮/২৪ ইং