শিক্ষা সফর
---------------------------
--------শিব পদ রায়
যাচ্ছি আমরা পিকনিকে ড্রিম ভ্যালিতে,
দেখবো ঘুরে ঘুরে জানবো সদ্য স্পটে।
আছে এখানে জলের ফোয়ারা দৃশ্যমান,
তারি সংগে সুসজ্জিত সাদৃশ্য বাগান।
বিভিন্ন আঙ্গিকে ঘূর্ণায়মান দোলনা,
শিশু বয়:বৃদ্ধ সবার আনন্দের বন্যা।
মনের চাহিদা মেটায় পার্ক অঙ্গনে,
ঝিনাইদহের ঐতিহ্যবাহী উদ্যানে।
সেখানে আছে ট্রেন উঠা ভূতের বাড়ি,
ট্রেন উঁচু নিচু চলছে পথ পাহাড়ি।
ফের স্পিডবোট ভ্রমণ চমকপ্রদ,
বিভিন্ন দোলনে দোলন মিটায় সাধ।
ড্রিম ভ্যালিতে মনুষ্যাকৃতি হাতে জল,
ঝরনার ফোয়ারায় করছে পাগল।
দেখি সারি সারি বিভিন্ন ফুল বাগান,
চোখ জুড়াল নয়নাভিরাম দর্শন ।
দেখার জন্য অনেক কিছু চিত্ত কাড়ে,
ভাবি আবারও যাই ঐ মিলন পাড়ে।
শিক্ষা সফরই স্বার্থক হলো সবার,
মন চায় বারবার যাই তাই পুরষ্কার।