শিব রাত্রির ব্রতকথা
--------------------------------------
--------শিব পদ রায়
বহুপূর্বে বারাণসিতে ব্যাধের বাস,
দিনরাত পশুপাখি শিকার অভ্যাস।
সন্ধ্যা হলো রওনা দিল বাড়ির পথে,
কিছুদূর আসতেই অভূক্ত রাত্রিতে।
পরিশ্রান্ত মনে প্রচণ্ড মাংসের বোঝা,
গাছের নিচে বিশ্রামে ঘুম এলো সোজা।
জেগে মধ্যরাতে পশুপাখি ডালে ঝুলিয়ে,
জন্তুর ভয়ে বেলগাছে ছিল বসিয়ে।
নিচে ছিল লিঙ্গমূর্তি দেবাদিদেবের,
শিশিরের বিল্বপত্র মাথার উপর।
মহেশ্বর পূন্য তিথিতেই মহাখুশি,
ফল পেয়ে গেল ব্যাধ তিথি চতুর্দশী।
বাড়ি ফিরে গিয়ে রান্না খাদ্য মুখে নিতে,
অতিথি আসলে আপ্যায়ন নিজ হাতে।
তৎপরে খেয়ে অসুস্থ হয়ে গেল মরে,
যমদূত সাথে শিবচেলা যুদ্ধ করে।
শিবের দূত তাকে নিয়ে যায় কৈলাশে,
ব্যাধ ব্রত পালন করেছিল হরষে।
যম শুনেই বলে ব্রত করে যে মরে,
তুষ্ট যম তাই সারাবিশ্বে ব্রত ঘরে ঘরে।
তাং-২৮/০২/২৫ ইং