শেষের দিনের সম্বল
---------------------------------
-------শিব পদ রায়
শেষের দিনের সম্বল হরির নাম,
সময় থাকতে স্মরিও কৃষ্ণনাম।
যাবার দিনে সংগে কিছু যাবে না,
সাথে যাবে মধুর কৃষ্ণ নাম ভাবনা।

শিশুকালে শুরু মহানামামৃত পান,
শ্রীকৃষ্ণে প্রীত হও আজীবন সাধন।
স্বার্থের টানে কত বন্ধু জুটবে সনে,
নি:স্বার্থ জগৎ বন্ধু রবে সারাজীবনে।

আপদে বিপদে পাবে না ভব মাঝারে,
একমাত্র দয়াল দীনবন্ধু অন্তরে।
ভালবাসো তাঁকেই যে তোমার সহায়,
লাভ করবে অমৃত মনের আঙিনায়।

পরপারের কান্ডারী স্বয়ং ভগবান,
অন্তিম যাত্রার সঙ্গী চির মহিয়ান।
হরিনাম কীর্তন করি সকাল থেকে,
মারে হরি রাখে কে রাখে হরি মারে কে।

   তাং- ১৮/১১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।