সত্যপথে
-------------------------------
-------শিব পদ রায়
সদা সত্যপথে থাকতে হবে
সেইতো অঙ্গিকার,
সহজ সরল দিনাতিপাত
ভালো হোক সবার।
এই দুনিয়ায় এসেছি ভাই
দুদিনেরই জন্য,
সকলেরই সাথে মিলেমিশে
হোক হৃদয় ধন্য।
থাকাতো আর যাবে না ভাই
এই ভবেরই পরে,
সৌহার্দ্য ও সম্প্রীতির মাঝেই
বেঁচে রব আদরে।
এসো সবাই জয়গান গাই
মানবের মাঝারে,
সত্যের আলাপে মহামিলনে
হৃদয় ওঠে ভরে।
তাং- ০৯/০৬/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।