সত্যে ক্ষমা
----------------------------------
-------শিব পদ রায়
কোন ঘটনা সম্পর্কে সদা সত্য কথা,
দৃঢ় আত্মপ্রত্যয়ে প্রাণের আকুলতা।
সমূহ বিপদ এসে দাঁড়ালে টিকে না,
সত্যের দ্বোরগড়ায় ব্যর্থ মিথ্যে ভাবনা।
মিথ্যা ছলচাতুরী বেশিক্ষণ চলে না,
বিলম্ব হলেও বেরোয় মূল ঘটনা।
প্রতারক মিথ্যাচারের নেই বিশ্বাস,
সদাচার সদালাপীর বহে নি:শ্বাস।
তর্ক করে জয় করা লাভ নয় কিছু,
কর্মেতে থাকে না স্বচ্ছ মন থাকে নিচু।
অন্যায় করে যদি বোঝে নিজের ভুল,
নর তাকে ক্ষমা করবে প্রাপ্তি সুফল।
বিশ্বস্ত জোর অন্যরকম সবে বলে,
বাস্তব মানে সবাই সততার তালে।
করো সত্যানুসরণ ব্রত কর সার,
সত্যেই ক্ষমা করবেন স্বয়ং ঈশ্বর।
তাং-০৮/১২/২৪ ইং