সত্যবাদিতা
------------------------------
---------শিব পদ রায়
সর্বদা সত্য কথা বলবো,
সৎপথে অহরহ চলবো।
ভালোভাবে কাটবে জীবন,
সুগঠিত সাধন ভজন।

সত্য কথায় সাহসী হয়,
মাথা উঁচিয়ে বাঁচা শেখায়,
মনোবল বৃদ্ধি পায় তুঙ্গে,
ঐশ্বরিক কৃপা থাকে সঙ্গে।

সৎলোকের আপতত কষ্ট,
তার কার্যকলাপ উৎকৃষ্ট।
ব্যবহারে হয় না রুষ্ট,
মতবিনিময়েই সন্তুষ্ট।

সত্যবাদী সবার বিশ্বাসী,
পরমেশ্বর থাকেন খুশি,
জীবের সেবা ঈশ্বর সেবা,
জগৎ পিতা দেন বাহবা।
তাং- ১২/০৩/২৪ ইং
চুকনগরডুমুরিয়া, খুলনা।