সততা
---------------------------
-------শিব পদ রায়
কাজে কর্মে সততা থাকা ভালো,
সবাই ভালবাসে,
সৎপথে থাকলে সবাই ডাকে
হৃদয় দ্বারে মিশে।
সদালাপ সদ্ব্যবহারে মুগ্ধ
সাথে আশীষ থাকে,
সব কর্ম হয়গো রীতি শুদ্ধ
ঈশ্বর ভালো রাখে।
সবে যেন মনে হয় আপন
নিজের কর্মগুণে,
প্রশংসায় যে দিন কেটে যায়
সবাই তাকে মানে।
সুপথে গেলে অভাব থাকে না
রবে মনের কোণে,
উদার পৃথিবী দাঁড়াবে কাছে
উদাত্ত আহবানে।
তাং-২০/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।