শান্তিময় পৃথিবী
------------------------------------
-------শিব পদ রায়
মানুষ চায় একটু প্রশান্তি
ভালভাবে বাঁচতে,
আসা যাওয়া দুনিয়ার মাঝে
স্বস্তিতেই ঘুমাতে।
ঝগড়া বিবাদ লেগেই থাকে
স্বাচ্ছন্দ কেড়ে নেয়,
জীবনের থাকে না কোন দাম
ধরা বিষাদময়।
বিশ্বে আগ্নেয় অস্ত্রের দ্বন্দ্বিতা
মর্মান্তিক ব্যর্থতা,
হাড্ডাহাড্ডি লড়াই চলছে
তীব্র প্রতিযোগিতা।
তৃতীয় বিশ্বটা শান্তির পক্ষে
কেবলি সমাধান,
শান্তির নি:শ্বাস ফিরে আসুক
মানবের কল্যান।
তাং- ১৫/০৭/২৪ ইং