সন্তানে মঙ্গল কামনা
------------------------------------
-------শিব পদ রায়
সন্তানে মঙ্গল কামনায় পিতামাতা,
তারা আমাদের আপন ভাগ্যবিধাতা।
সর্বদা উজাড় করে দেন স্নেহপ্রীতি,
দুহাতে আগলে রাখেন উদারনীতি।

ছেলেমেয়ে মানুষ করেন মন ছুঁয়ে,
উচ্চডিগ্রী লাভ হবে বিদেশ ভ্রমিয়ে।
বাবামায়ের মনোবাঞ্ছা হবে পূরণ,
তাঁদের মুখে হাসি ফোটে স্মৃতিচারণ।

সেই দেবতুল্য বাবামাকে ভুলে যায়,
মনকষ্টের সীমা থাকে না দুনিয়ায়।
গুরুজন সুখে থাকলে স্বার্থকজন্ম,
মরেও শান্তি পাবে মানবিক ধর্ম।

এত কাছের মানুষ জগতে না হবে,
নিজ শান্তি বিলিয়ে সন্তানে সুখ ভাবে।
নিজেরা না খাইয়ে ছেলেমেয়ের দেয়,
ভরণ পোষণ সব শুভ কামনায়।

    তাং-০৬/০১/২৫ ইং