সংসার
-----------------------------
----------শিব পদ রায়
সংসার জীবন বড় বিচিত্র,
এখানে আছে নানাবিধ ক্ষেত্র।
হাসি কান্না সুখ দু:খ জড়িত,
সবকিছু নিয়ে মোরা মোহিত।
হরেক রকম চাহিদা বর্ত,
সেই চক্রেই সবাই আবর্ত।
চাওয়া পাওয়ার নেই অন্ত,
নিত্য ভাবনায় করে বিব্রত।
স্বামী স্ত্রীর ঐক্যের ভাবনায়,
সংসার পদযাত্রা শুরু হয়।
দৈনন্দিনের হিসাব নিকাশ,
চলার পথের আত্মপ্রকাশ।
সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে,
সংগে নিয়ে সদা মানবতাকে।
পারষ্পরিক সুসম্পর্ক রাখা,
সর্ব কল্যানে দীনবন্ধু সখা।
তাং- ০৮/০৪/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।