সংসার জীবন
-------------------------------------
-------শিব পদ রায়
সংসার জীবন বড় বিচিত্র
সুখ দু:খ জড়িত,
হিসাব নিকাশ বোঝাপড়ায়
নিতে হয় সিদ্ধান্ত।

দুজনা দুজনার অতি প্রিয়
সুসম্পর্ক থাকবে,
কখনো ভুল বোঝা হতে পারে
মানিয়ে নিতে হবে।

চলার পথে খুঁটিনাটি হবে
অসম্ভব কিছু না,
কথা কাটাকাটি থেকে বিরত
ধৈর্য সমবেদনা।

বাক যুদ্ধে দুজনেই জিতবো
এমনটাতো নয়,
একজন মানবতা দেখাব
অন্যকে থামতে হয়।

সংসারে সবার গুরুত্ব দেবো
শ্রেণিভেদে সম্মান,
সৃষ্টি হবে অকৃত্রিম সম্ভাবনা
ঠাকুরকে স্মরণ।

সবারে বাসবো ভালো নির্বিঘ্নে
ঘুচবে মনে কালো,
হবেগো শান্তির বাতাবরণ
হইলে সচেতন।

      তাং- ২২/০৬/২৪ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।