সন্দেহ
-----------------------------------
-------শিব পদ রায়
যে কোন জিনিস হারিয়ে গেলে
সন্দেহ দানা বাঁধে,
শুরু হয় সাড়াশি অভিযান
দিন কাটে অবাধে।

ক্ষতিগ্রস্থ অনাঙ্ক্ষিত ঘটনা
কোথাও যদি ঘটে,
মনে রাখবে দূরের কেউ না
গাঁটের অস্ত্র কাটে।

কারোর ভালো দেখে নাতো কেহ
করে কেবল ক্ষতি,
ঘরশত্রু বিভীষণ থাকতে
আসবে না সম্প্রীতি।

স্বার্থ ফুরালে প্রিয়জন দূরে
সর্বদা দেখা যায়,
বাইরের লোকের সাথে মিশে
সর্বনাশ ঘটায়।

দুশমন তব ঘরের কোনে
সুমিষ্ট কথা বলে,
যথা সময়ে মুশকিলে ফেলে
দেখি দিন বদলে।  

     তাং- ২০/০৯;২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।