সম্প্রীতি নষ্ট
-----------------------------------
-------শিব পদ রায়
ভাইয়ে ভাইয়ে নাই সম্পর্ক,
হচ্ছে সম্প্রীতি নষ্ট,
ভিন্ন পরিবেশের বউ মেলা
খাপ খাওয়া কষ্ট।
লাভ ছাড়া একবিন্দু চলে না
স্বার্থ ফুরালে ফাঁক,
যত জমবে পীরিত বন্ধন
ঝগড়া বেঁধে হাক।
ভাই বড় ধন রক্তে বাঁধন
মায়েরই সন্তান,
মিলেমিশেই হোক একাকার
মা বাবার চিন্তন।
শ্বাশুড়ি বৌমার নেই মিলন
কষ্টের নাই শেষ,
সুখের নিমিত্তে ঘর বাঁধিনু
ভৎর্সনা অবশেষ।
তাং- ১৪/০৬/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।