সময়মত স্কুলে যাই
-------------------------------
-------শিব পদ রায়
চলো আমরা সময়মত স্কুলে যাই,
শিক্ষার্থীদের লেখাপড়া শেখাতে চাই।
ছাত্রজীবন গড়ার মোরা হাতিয়ার,
সেইভাবে শিক্ষা দেব আছে অঙ্গীকার।
উপযুক্ত শিক্ষায় মানুষ করে গড়ো,
শিক্ষক ছাত্রের সুসম্পর্ক হবে আরো।
জীবনে কোনদিন ভুলবে না তোমায়,
মনের মন্দিরে স্থান পাবে সবিনয়।
শিক্ষকের সুনাম গাবে সারাজীবন,
শিক্ষাক্ষেত্রে সুনিশ্চিত হবে মূল্যায়ন।
শিক্ষকের আদর্শ সর্বদা মেনে চলে,
গুরু সান্নিধ্য বেঁধে রাখে স্বীয় আঁচলে।
প্রতিদিনের পড়ালেখা প্রত্যহ করা,
শিশুদের জীবন গড়বে নিত্যধারা।
আর নয়তো অবহেলা প্রতিজ্ঞা করি,
শিশুদের প্রতি রাখবো নজরদারী।
তাং-২০/০১/২৫ ইং