সমালোচনা
---------------------------------
----------শিব পদ রায়
কুৎসা রটনা সমালোচনা ভালো নয়,
তা বিবেকহীন মানুষের পরিচয়।
গঠনমূলক বিবৃতিই আশাপ্রদ,
যা মানবকে শেখায় সম্প্রীতি সৌহার্দ্য।
বেশি কথা বলে মিথ্যাচারের সামিল,
কাজে অকাজ বেশি দৃশ্যত গরমিল।
যোগ্যতা নেই অপরের ভাল চায় না,
সব নিয়ে কটুক্তি মূর্খদোষ যায় না।
যাকে পাবে মুখ খবিশ মন্দ ধারণা,
সর্বনাশ ডাকে যে তবু পিছু ছাড়ে না।
জীবনে সে ভাল কাজ মোটেই করে না,
কুকাজে লিপ্ত থাকে কারো সহ্য করে না।
খেলায় ভ্যারাইটিস পক্ষ স্বীয় ক্ষয়,
ভালো মাছে পোক ফেলে বেঈমান হায়।
এরা বয়কট হোক তবে পাবে ত্রান,
সমুচিত শিক্ষা পাবে অপেক্ষার ক্ষণ।
তাং- ০৩/০৭/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।